#VoiceofKindness Ep#6: Mohaimenul Islam Rabi & Sharmijn Shovaমোহাইমিনুল ইসলাম (আমাদের রাবী ভাই) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে সহকারি ব্যবস্থাপক (এইচ আর) হিসেবে কর্মরত। সাধারণ ছুটিতে প্রতিদিন অফিসে যেতে হচ্ছে না। অফিস করতে হলেও হাতে অনেকটুকু সময় থেকে যায়। মোহাইমিনুল ইসলামের গল্পটার এখানেই শেষ নয়। জানালেন, তাঁর কাজে সঙ্গী হয়েছেন স্ত্রী শারমিন আক্তার শোভা। হাসতে হাসতে বললেন,' স্ত্রী এমনিতে ভীতু টাইপের। আমি শুরুতে একাই স্বেচ্ছাসেবকের কাজ করছিলাম। মোটরবাইকে খাবারের প্যাকেট নিয়ে একা চলাচল করা বেশ কঠিন। একদিন ছোট একটা দুর্ঘটনাও ঘটে। তারপর স্ত্রী নিজে থেকেই জানায় সেও আমার সঙ্গে যাবে। এতে করে আমার কাজ সহজ হয়ে গেছে। কেননা, কোনো কোনো দিন তিন জায়গা থেকেও খাবার সংগ্রহ করার দায়িত্ব থাকে। কেউ কেউ ৫০ জনের বেশি মানুষের জন্য খাবার দেন। তবে বাসায় থাকা মাত্র ১৪ মাস বয়সী মেয়েটার জন্য চিন্তা হয়। তাকে দেখার জন্য শ্বশুর–শাশুড়ির জন্যও চিন্তা হয়। তাই আমরা নিজেদের সুরক্ষিত করে বের হওয়ার চেষ্টা করি। বাসায় ফিরেও সরাসরি গোসলসহ অন্যান্য সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার পরই মেয়েকে কোলে নিই।'রাবী ভাই ও শোভা আপার মত CSR Window Bangladesh -এর অনেক #KindnessAmbassador ঢাকার বিভিন্ন এলাকায় প্রতিদিন গড়ে ১,০০০ রান্না খাবার সংগ্রহ করে পৌঁছে দিচ্ছেন এলাকার অভুক্তদের মাঝে। চলুন কথা বলি রাবী ভাই ও শোভা আপার সাথে।#csrwindow #voiceofkindness #vok #kindnesscampaign
Posted by CSR Window Bangladesh on Sunday, 24 May 2020
মোহাইমিনুল ইসলাম (আমাদের রাবী ভাই) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে সহকারি ব্যবস্থাপক (এইচ আর) হিসেবে কর্মরত। সাধারণ ছুটিতে প্রতিদিন অফিসে যেতে হচ্ছে না। অফিস করতে হলেও হাতে অনেকটুকু সময় থেকে যায়। মোহাইমিনুল ইসলামের গল্পটার এখানেই শেষ নয়। জানালেন, তাঁর কাজে সঙ্গী হয়েছেন স্ত্রী শারমিন আক্তার শোভা। হাসতে হাসতে বললেন,’ স্ত্রী এমনিতে ভীতু টাইপের। আমি শুরুতে একাই স্বেচ্ছাসেবকের কাজ করছিলাম। মোটরবাইকে খাবারের প্যাকেট নিয়ে একা চলাচল করা বেশ কঠিন। একদিন ছোট একটা দুর্ঘটনাও ঘটে। তারপর স্ত্রী নিজে থেকেই জানায় সেও আমার সঙ্গে যাবে। এতে করে আমার কাজ সহজ হয়ে গেছে। কেননা, কোনো কোনো দিন তিন জায়গা থেকেও খাবার সংগ্রহ করার দায়িত্ব থাকে। কেউ কেউ ৫০ জনের বেশি মানুষের জন্য খাবার দেন। তবে বাসায় থাকা মাত্র ১৪ মাস বয়সী মেয়েটার জন্য চিন্তা হয়। তাকে দেখার জন্য শ্বশুর–শাশুড়ির জন্যও চিন্তা হয়। তাই আমরা নিজেদের সুরক্ষিত করে বের হওয়ার চেষ্টা করি। বাসায় ফিরেও সরাসরি গোসলসহ অন্যান্য সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার পরই মেয়েকে কোলে নিই।’
রাবী ভাই ও শোভা আপার মত CSR Window Bangladesh -এর অনেক #KindnessAmbassador ঢাকার বিভিন্ন এলাকায় প্রতিদিন গড়ে ১,০০০ রান্না খাবার সংগ্রহ করে পৌঁছে দিচ্ছেন এলাকার অভুক্তদের মাঝে। চলুন কথা বলি রাবী ভাই ও শোভা আপার সাথে।